বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

  • মাগুরা প্রতিনিধি   
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৫

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গত রোববার শহরের নতুন বাজার এলাকায় মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে তদারকিতে ধান সবজিসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব কুমার বালা কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ঢাকা রোডে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেসার্স অজয় বীজ ভাণ্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিকালে পুর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। সামনের পেঁয়াজের মৌসুম লক্ষ্য করে বিভিন্ন জায়গা হতে বীজ সংগ্রহ করে কোনো প্রকার টেস্ট রিপোর্ট ছাড়া ও বীজ অফিসের প্রত্যয়ন ব্যতীত ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করে। এছাড়া ৩২৫০/- টাকা কেজি পেঁয়াজ বীজ কিনে ৯,০০০/- কেজি বিক্রয় করা হয়। এছাড়া বীজের প্যাকেটের উপর ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করাই মালিক বাবুল সরকারকে ৪৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

এ বিভাগের আরো খবর