নেত্রকোনায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগান প্রতিপাদ্য করে জেলা পাবলিক হলে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী।
দুদক অফিস সূত্রে জানা যায়, ২৭টি ক্যাটাগরিতে মোট ৯৬ অভিযোগ পড়েছে। এর মধ্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, জেলা সাবরেজিস্টি অফিস, পল্লী বিদ্যুৎ, পিডিবি অফিস, সড়ক ও জনপদ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, পাসপোর্ট অফিস, বি আর টিএ, প্রাথমিক শিক্ষা অফিস উল্লেখযোগ্য। এসময় সেবা দাতা ও সেবা গ্রহিতাদের মুখোমুখি প্রশ্নোত্তর নেয়া হয়।যাদের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা নিয়েছে দুদকের তদন্ত কমিশন। এসময় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, দুদকের উপপরিচালক তাজুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মো. আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মো. কামরুল হুদা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাফিকুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন উপজেলার অভিযোগকারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।