ঐতিহ্যের ধারক ও বাহক দৈনিক বাংলার চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন, পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সাংবাদিক কে ছিলোনা এই অনুষ্ঠানে। জমকালো এ অনুষ্ঠানটি যেনো মিলনমেলায় পরিণত হয়। গতকাল সোমবার দুপুরে গ্রিন গার্ডেনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে দৈনিক বাংলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে বক্তারা আলোতপাত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাহসীকতার সাথে সৎ ও স্বচ্চ সাংবাদিকতা করার আহবান জানান তিনি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য উদাত্ত আহবান জানান তিনি। ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বাংলার কথা বলতে গিয়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটকালে যখন বাসায় পত্রিকা রাখতেন, তখন বাবাকে দেখতাম দৈনিক বাংলা পত্রিকা রাখতে। ছাত্র জীবনেও বিভিন্ন জায়গায় দৈনিক বাংলা দেখতাম। দৈনিক বাংলা ছিল একটা ব্র্যান্ড। দৈনিক বাংলার নামে এখনো ঢাকায় একটি জায়গার নাম রয়েছে। তিনি বলেন, দৈনিক বাংলা একটি জাতীয় দৈনিক এবং এই পত্রিকার নিউজের গুরুত্ব অনেক বেশি। তাই আবেগের বসে কোন নিউজ না করে সত্য উদঘাটনমূলক নিউজ করার জন্য জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ আহবান জানিয়েছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. লতিফ আহমেদ আকাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিলউদ্দিন ভুইয়া, মো. কবির হোসেন, নুরহোসেন, বাবুল হোসেন, ব্যবসায়ি মোহাম্মদ আলী, মো. রুবেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, সম্রাট আকবরসহ বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিরা।
না.গঞ্জে জমকালো আয়োজনে দৈনিক বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ বিভাগের আরো খবর/p>