বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত মধু পল্লী

  • কেশবপুর (যশোর) প্রতিনিধি   
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪১

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে অবস্থিত ঐতিহাসিক মধু পল্লী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চরম অবহেলা ও সংস্কার বাজেটের অভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক ঐতিহ্য ধুঁকছে অস্তিত্ব সংকটে। অথচ এই স্থানটি বাংলাদেশের সাহিত্য, ইতিহাস এবং পর্যটনের এক অনন্য নিদর্শন। চরম অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো মধু পল্লীতে প্রবেশ করলেই চোখে পড়ে চরম অব্যবস্থাপনার চিত্র। মহাকবির স্মৃতিবাহী ‘দত্তপুকুর’ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাড় ধসে পড়েছে, চারপাশের বাঁধ ভেঙে পড়ে আছে। কবির জন্মভিটার মূল ভবন ও পার্শ্ববর্তী কাকার বাড়ি চরম জীর্ণ। ভবনের দেয়ালে ফাটল, জানালা-দরজার কাঠামো নড়বড়ে, ভবনে বড় ধরনের ধস নামার শংকা প্রকট। সরকারি বাজেটে নেই মধু পল্লীর জন্য বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের জন্য প্রায় আড়াই কোটি টাকার বাজেট পেলেও মধু পল্লীর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি- যা দুঃখজনক ও উদ্বেগজনক। এ নিয়ে স্থানীয় পর্যটক, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জরুরি বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় পর্যটক সোহেল মণ্ডল বলেন, মধু পল্লী শুধু কেশবপুর নয়, গোটা দেশের গর্ব। এটি সংরক্ষণ না করলে আমাদের সাহিত্য-ইতিহাসের অপূরণীয় ক্ষতি হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাঠামোগত দুর্বলতা প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিষ্ঠার ৫৭ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি আজও কাঠামোগতভাবে দুর্বল। সারাদেশে মাত্র চারটি আঞ্চলিক কার্যালয় রয়েছে, যার প্রতিটিকে একাধিক বিভাগ তদারকি করতে হয়। ফলে দেশের ২ হাজারের বেশি প্রত্নস্থাপনা পর্যাপ্ত সংরক্ষণ পাচ্ছে না। নিয়োগবিধি না থাকায় নতুন জনবল নিয়োগও সম্ভব হচ্ছে না। অধিদপ্তরের নিজস্ব বাজেটও অত্যন্ত সীমিত, ফলে নিয়মিত খনন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। দেশের ৬৪টি জেলার কোনোটিতেই স্থায়ী প্রত্নতত্ত্ব অফিস নেই, যা স্থানীয় সম্পদের সংরক্ষণে বড় বাধা দাঁড়িয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যর্থতা স্পষ্ট। যেখানে পরিবেশ অধিদপ্তর, শিল্পকলা একাডেমি কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মতো সংস্থাগুলো জেলা-উপজেলা পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখনও স্থানীয় পর্যায়ে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ। এটি একদিকে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অন্যদিকে সরকারি অবহেলারই প্রমাণ। কর্তৃপক্ষের বক্তব্য মধু পল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন, ‘মধু পল্লীর সংস্কার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বাজেট বরাদ্দ হয়েছে কিনা, সে বিষয়ে আমি নিশ্চিত না।’

খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, ‘মধু পল্লীর সংস্কারে এ বছর কোনো বরাদ্দ নেই। তবে আমি চেষ্টা ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ লাখ টাকার সংস্কারকাজ করানোর।’

তবে প্রশ্ন থেকে যায়-প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব বাজেটে মধু পল্লীর মতো গুরুত্বপূর্ণ স্থানের নাম না থাকলে, সেটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার তাৎপর্যই বা কোথায়?

শুধু স্মারক হিসেবে নয়, জাতির সাহিত্যিক শিকড় রক্ষার জন্য মধু পল্লীর মতো স্থাপনাগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখতে হবে, তা না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

এ বিভাগের আরো খবর