রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে বালু ভর্তি জিওব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ভাঙনস্থলে এসে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন।
টেন্ডারের মাধ্যমে বালু ভর্তি জিওব্যাগ কাজের তদারকি করছেন মেসার্স মল্লিক এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছি। অন্তারমোড় ভাঙন রোধে ৫৫০ বস্তা জিওব্যাগ ফেলা হবে। প্রতি ব্যাগে ২৫০ কেজি করে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কেজি বালু ফেলা হবে ভাঙন এলাকায়।
এ বিষযে, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, ‘সকাল থেকে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে অন্তারমোড় ভাঙনকবলিত এলাকায় উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে আপাতত ৫৫০ বস্তা বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।