বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯৬ ঘণ্টা পর চন্দ্রঘোনা–রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

  • বিজয় ধর, রাঙামাটি    
  • ১১ আগস্ট, ২০২৫ ১২:৪৯

দীর্ঘ ৯৬ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে চন্দ্রঘোনা–রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা সকালে জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খোলার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত তৈরি হয়। এ কারণে গত ৭ আগস্ট সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীর দুই পাড়ে অসংখ্য হালকা ও মাঝারি যানবাহন ফেরিতে উঠছে। কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে। ফেরি চালু হওয়ায় রাইখালী ও চন্দ্রঘোনা ফেরিঘাটে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা, এবং জীপ চালক মো. আলম জানান, গত ৪ দিন ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলেন তারা। ফেরি চালু হওয়ায় কষ্ট অনেকটাই লাঘব হবে।

এদিন সকালে ফেরিঘাটে দেখা হয় রাঙামাটি থেকে বান্দরবানগামী সরকারি কর্মকর্তা ও মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ শংকর ত্রিপুরা, রাইখালী কালামাইস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয়ময় তনচংগ্যা ও বিশু দাশ, কাপ্তাই রাইখালীর বাসিন্দা রবিন ভট্টাচার্য, এবং বগারচর হাক্কানী হেফজখানার কয়েকজন যাত্রীর সঙ্গে। তারাও ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

এ বিভাগের আরো খবর