ইউসুফ হোসেন অনিক, ভোলা:
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি পদদলিত ও সারা দেশে স্বাধীনতা বিরোধী শক্তির ঘৃন্য কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিন উপজেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুর ১২টায় উপজেলা সড়কে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকেই উপজেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ১১টি ইউনিটের সভাপতি ও সম্পাদকরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক কাজী রুবেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইন্টেরিম সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে গতকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতাদের উপর হামলা করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক যুবদল এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিগত ১০মাসে এখন পর্যন্ত তারা দৃশ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। সারাদেশে মব সৃষ্টি করে বিএনপি নেতাদের উপর তার দায় চাপানো হচ্ছে। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে এবং দুএকটি জাগায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে অবমাননা করা হয়েছে এ সমস্ত ঘটনাই প্রমান করে এই অর্ন্তর্বতীকালীন সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেনা। এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন যতই চেষ্টা করেন নির্বাচন বানচাল করতে পারবেননা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে টিকে ছিলো ভবিষ্যৎেও থাকবে। বিএনপি কে ধ্বংস করা যাবেনা। বিএনপি তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী। যে কোনো অপকর্মের দাত ভাঙ্গা জবাব দিতে যুবদল সবসময় প্রস্তুত। যুবদল কেন্দ্রীয় সভাপতি আ: মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সামনের দিনগুলোতে রাজপথে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।
সমাবেশ শেষে যবদলের নেতাকর্মীরা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে উত্তর বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।
এসময় যুবদলের নেতাকর্মীরা " জিয়াউর রহমানের অপমান মানবেনা জনগন, তারেক রহমানের অপমান মেনে নিবেনা জনগন, তারেক রহমান আসবে বাংলাদেশ হাসবে, দালালি না রাজপথ রাজপথ রাজপথ" সহ নানা স্লোগান দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক কবির নক্তি, যুগ্ন আহ্বায়ক রাসেল হাবিব, যুগ্ন আহ্বায়ক মো: গিয়াসউদ্দিন, যুগ্ন আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।