আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রথম সমাবেশ ১০ লাখেরও বেশি লোকের উপস্থিতির প্রত্যাশা নিয়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশের লক্ষ্য ‘শান্ত কিন্তু তাৎপর্যপূর্ণ’। ব্যাপক জনসমাগমের মাধ্যমে ‘একটি রাজনৈতিক আলোড়ন’ তৈরি করতে চায় দলটি।
বৃহস্পতিবার(১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় সমাবেশের বিষয় তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘এই সমাবেশটি একটি ঐতিহাসিক মোড় হবে। আমরা আশা করছি ১০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে। শুধু দলীয় কর্মীরাই নয়, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পরিবর্তনের দাবিদার সাধারণ মানুষও এতে অংশ নেবে।’
চলমান রাজনৈতিক বিতর্ক ও দলগুলোর মধ্যে বিভাজন তীব্রতর হওয়া সময় আসন্ন দলের সমাবেশে ‘স্মরণকালের জনসাধারণের উপস্থিতি’ নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের প্রস্তুতি, পরিকল্পনা ও দাবির রূপরেখা তুলে ধরেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতের আমির ও অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ঢাকা এবং সারা দেশের সমর্থকদের জড়ো করার জন্য সরাসরি সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন।
গোলাম পরওয়ার আরও বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং আটটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারকে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান।
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য দলের দাবি পুনর্ব্যক্ত করেন গোলাম পরওয়ার।
সমাবেশ ঘিরে প্রস্তুতি
দলীয় নেতারা জানান, সমাবেশ সফল করার জন্য সারা দেশে প্রতিদিন পথসভা, সভা ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের কর্মীরা এই সমাবেশের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে ঘরে ঘরে যাচ্ছেন।’
বিপুল সংখ্যক জনসমাগমের জন্য পরিবহন সুবিধার্থে, দলটি ট্রেন এবং লঞ্চের পাশাপাশি প্রায় ১০ হাজার বাস ভাড়া করেছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যানবাহনের জন্য বিশেষ রুট পরিকল্পনা করা হয়েছে।
পড়ুন: হেলমেট বাহিনী নেই, পাথর বাহিনী এসেছে: ড. রেজাউল করিম
৬ হাজার স্বেচ্ছাসেবক
দলটি সমাবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নিয়েছে।
সমাবেশের সময় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে, ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সরবরাহ সমন্বয় করতে ৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
ডিএমপির সঙ্গে বৈঠক
আইন-শৃঙ্খলা, পরিবহন এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ১৫ জুলাই বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশনস) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, সাউন্ড সিস্টেম স্থাপন এবং জননিরাপত্তার মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়।