গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামীকাল ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারির সময় বাড়িয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের অফিস সূত্র বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ সময়ের মধ্যে দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানানো হয়েছে।
গোপালগঞ্জে বুধবার(১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশ পরবর্তী সংঘর্ষে নিহত চার জনের লাশ হাসপাতাল কর্তৃপক্ষের পোষ্টমর্টেম ছাড়া নিয়ে গেছে উপস্থিত আপনজনেরা। গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জীবিতেশ বলেন, হাসপাতালে আহতদের আনার পর এদের মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। মৃত্যু নিশ্চিতের পরপরই উপস্থিত লোকজন জোর করেই লাশ নিয়ে যায়। কে বা কারা কার আত্বীয় বা আপনজন আমরা তা নিশ্চিত করতে পারিনি। কারণ ঐ সময় সে রকম পরিবেশ ছিল না।
গোপালগঞ্জে গ্রেপ্তার আতঙ্কের মধ্যে এখন পর্যন্ত বুধবারের সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান।
তিনি বলেন, জেলার শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের যা যা করণীয় সবই করা হবে। সংঘর্ষের ঘটনায় জড়িত অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বুধবারের সংঘসের ঘটনায় আহত বা নিহতের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় মামলা প্রসঙ্গে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মীর মো. সাজেদুর রহমান জানান, বুধবারের ঘটনায় আহত বা নিহত হওয়া কোনো পক্ষ থেকে বা কারো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।
এদিকে বুধবারের হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করেছিল। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টে নেতাকর্মীদের অবরোধ তুলে নিতে বলেন এবং বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
সরকার গোপালগঞ্জের হামলার ঘটনাকে অমার্জনীয় উল্লেখ করে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা ওই হামলার ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে অপরাধীদের গ্রেপ্তারে সারা দেশে অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন। এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।