বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

  • ইউএনবি   
  • ১৫ জুলাই, ২০২৫ ১১:৩০

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুল তিনি রংপুরের পীরগাছা উপজেলার সোনাইঘাট ননসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।

শাহাবুলের ভাই শামীম জানান, ‘গতরাত সাড়ে ৩টার দিকে আমরা ট্রাকে মাল নিয়ে রংপুর যাচ্ছিলাম। গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গিয়ে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর