বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইপাস লাইন ও অনুমোদন অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  •    
  • ৯ জুলাই, ২০২৫ ১৭:০১

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৭ জুলাই (সোমবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ এর আওতাধীন বিশেষ টীম কর্তৃক আঞ্চলিক বিক্রয় বিভাগ-নারায়ণগঞ্জ এর অধীনস্হ জোবিঅ-মুন্সিগঞ্জ এলাকায় রাত ১১.৪৫ টায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে জোবিঅ-মুন্সিগঞ্জ এর ০২(দুই) টি গ্রাহক মেসার্স আল মদিনা বোর্ড মিলস এবং মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলস, মিরেরশ্বর, পঞ্চসার ,মুন্সিগঞ্জ এর আঙ্গিনা পরিদর্শনকালীন সময়ে আলোচ্য গ্রাহকসমূহকে মিটার বাইপাস এর মাধ্যমে গ্যাস ব্যবহাররত পাওয়া যায়। এমতাবস্থায় ০২ টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করত: সনাক্তকৃত বাইপাস লাইনসমূহ কিলিং ও ক্যাপিং করা হয়েছে। উক্ত গ্রাহকসমূহের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় জিডি (General Diary) করা হয়েছে।

০৮ জুলাই (মঙ্গলবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ কর্তৃক পরিদর্শনে জোবিঅ -মিরপুর এর আওতাধীন ২টি বাণিজ্যিক ও ১টি আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এডভান্স অ্যাট্যায়ার (৩০৪-০০০২৯৯), ২৫/২ শাহ আলি বাগ, মিরপুর, ঢাকা এর আঙ্গিনা পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ২৩৫ কেজি বয়লারের পরিবর্তে ১টি ৫০০ কেজি বয়লার এ গ্যাস ব্যবহার করছেন। অননুমোদিত/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় সংশ্লিষ্ট ইএসএস সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন করতঃ ইনলেট ভালভে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। টিএমএস গার্মেন্টস লি. (২০৪-০০০১০৮০), ২৫/২ শাহ আলি বাগ, মিরপুর, ঢাকা এর আঙ্গিনা পরিদর্শনকালে গ্রাহকের অনুমোদিত ১৫০ কেজি বয়লারের স্থলে একটি ৩৫০ কেজি বয়লার এ গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। অননুমোদিত/ অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় সংশ্লিষ্ট ইএসএস সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন করতঃ ইনলেট ভালভে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। এছাড়াও, অভিযোগের প্রেক্ষিতে মো: হোসেন (গ্রা.সং-১০৪-৫৬২৪৬), ঠিকানা -১/এ, রোড-৯, হাউজ-১/সি এর আঙিনা ভিজিল্যান্স বিভাগ কর্তৃক সরজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে সাড়ে নয় তলা বিশিষ্ট ভবনে ২৬(ছাব্বিশ)টি ডাবল চুলায় গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। লেজার অনুযায়ী গ্রাহকের অনুমোদিত চুলার সংখ্যা ০৩(তিন)টি ডাবল। অনুমোদন অতিরিক্ত ২৩(তেইশ)টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার জনিত কারনে সংযোগটি সংশ্লিষ্ট জোনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে প্লাস্টিক সীল স্থাপন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক রাজস্ব শাখা -ভালুকা, রাজস্ব উপশাখা -কিশোরগঞ্জ -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ৩টি আবাসিকের ০৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২জন গ্রাহকের কাছ থেকে তাৎক্ষনিক ৮৮,৭৪০/-টাকা আদায় করা হয়েছে।

এছাড়াও, মেসার্স মেগা ইয়ার্ণ ডায়িং মিলস্ লিঃ, সারদাগঞ্জ, কামিশপুর -এর গ্যাস বিল বকেয়ার কারণে উভয় রানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর