কিশোরগঞ্জ ফোরাম ,ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইআইআইটির কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রোডাকশন হাউজ আর্কিটেক্ট আইডিয়ার কর্ণধার আবদুল কাদির জুয়েল।
কিশোরগঞ্জ ফোরাম ঢাকার বিদায়ী সভাপতি কর্নেল (অব) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে গত শনিবার ১৭ ই মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নতুন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী ও ড. আশরাফ উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক পদে ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, এএফএম ওবায়দুল্লাহ তারেক নির্বাচিত হন।
সহসভাপতি ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আবদুল্লাহ শরীফ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক মো. রফিকুল আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, প্রচার ও আইটি সম্পাদক মোহাম্মদ আল কামিন।
কার্যকরী সদস্যরা হলেন ডা. নূর উদ্দিন তালুকদার, মো. জিয়া উদ্দিন, মাওলানা ওমর ফারুক, ড. মুমতাহিনা ও শারমিন সুলতানা।
বিকাল চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক সেবা পরিষদের সভাপতি জনাব ফাইজুল হক উজ্জ্বল বিশিষ্ট ব্যাংকার মোঃ মুসলেহ উদ্দিন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার নুরুদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক জনাব আশরাফুল ইসলাম, ড মাহবুবুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, পিংক সিটির সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ রমজান আলী, ডক্টর এম আব্দুল আজিজ, ডাক্তার জিহাদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হালিম, দ্বিতীয় পর্বে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানটি নবনির্বাচিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমূখ
কিশোরগঞ্জের কৃতি সন্তান হিসেবে কিশোরগঞ্জের ফোরাম ঢাকা এবছর ৭ গুনী জনকে সম্মাননা প্রদান করেন এরা হলেন বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি,পিএসসি (অব), বিশিষ্ট কারডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক জিহাদ খান, সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ড. মুহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুবুর রহমান শাহিন কে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং কিশোরগঞ্জ ফোরামের সকল সদস্য ও পরিবার গণের জন্য রাত ৯ টায় ডিনারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট রুকন রেজা শেখ এবং দ্বিতীয় পর্বের পরিচালনায় ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ।