নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আছিয়া বেগম ও তার নাতনী সাত বছরের অর্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির নানা ও আরেক নাতনি আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নানী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্যদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে নাতনিকে মৃত ঘোষণা করেন।
নিহত অর্থীর বাবা বাবুল হোসেন রাকিব বলেন, ‘আমাদের বাসা মেঘনা ভবেরচর এলাকায়। আজ বিকেলে শ্বশুর-শাশুড়ি ছেলে-মেয়েসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের ঘুরতে যাওয়ার সময় মেঘনা ব্রিজের পশ্চিম পাশে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আমার শাশুড়ি মারা যান। সেখান থেকে আমার শ্বশুর ও দুই মেয়েকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে অর্থী মারা যায়। ‘আমাদের বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলবে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। আহত শ্বশুর ও আরেকটি শিশু চিকিৎসাধীন। বিষয়টি ভবেরচর রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।