বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২ দিন পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল শুরু

  • বাসস    
  • ২৫ অক্টোবর, ২০২৪ ১২:৩৯

লক্ষ্মীপুর ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে কয়েক শত পণ্যবাহী ট্রাক। 

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বন্ধের দুই দিন পর শুক্রবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সকাল আটটার পর থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে জানান লক্ষ্মীপুর ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে কয়েক শত পণ্যবাহী ট্রাক।

তিনি আরও জানান, দুই-এক দিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করা হচ্ছে।

একই কথা জানিয়েছেন ভোলার ইলিশা ফেরি ঘাটের ম্যানেজার মো. কাউছার।

বৈরী আবহাওয়ার কারণে বুধবার বিকেল থেকে এ নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইটিএ)।

মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথ দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌপথ।

এ বিভাগের আরো খবর