সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে জৈন্তাপুরে যারা মারা গেছেন তারা হলেন- উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ ও ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান।
এছাড়া কানাইঘাটে মারা গেছেন উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া। প্রাণ হারানো অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জৈন্তাপুরে মারা যাওয়া দুজনের মধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। দুপর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন। অপর ঘটনায় নাহিদ বাড়ির পাশে একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে মারা যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
অপরদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।’