বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হচ্ছে। এবার নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন ইসলামকে হত্যার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত ইয়াসিন ইসলামের বাবা ফজের আলী রোববার দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে ২ নম্বর আসামি করে ১১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে ফজের আলী বলেন, ‘নাটোরে আমার ছেলে ইয়াসিন ইসলাম ছাত্র আন্দোলনে যোগ দেন। ৪ আগস্ট সকালে ইয়াসিন শহরের মাদ্রাসা মোড়ে আন্দোলন করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে নাটোর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অন্য আসামিরা আমার ছেলেকে মারধর করে। পরে তারা কান্দিভিটায় শিমুলের বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে তাকে আটকে রাখে।
‘পরদিন ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এমন সংবাদে ক্ষুব্ধ হয়ে ইয়াসিন ইসলামকে হত্যার উদ্দেশ্যে আটকে রেখে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান শফিকুল ইসলাম শিমুল। পরদিন সকালে তার বাড়িতে গিয়ে দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে ইয়াসিনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।’
নাটোর সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার বলেন, ‘ফজের আলীর দায়ের করা এজাহারটি নথিভুক্ত করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’