বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে আন্দোলনে কোটাবিরোধীরা

  • প্রতিবেদক, খুলনা   
  • ৭ জুলাই, ২০২৪ ১৯:৩৮

শহরের গুরুত্বপূর্ণ মোড়টি অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মোড়টির একদিকে খুলনার সোনাডাঙ্গা বাস স্টেশন। অন্যদিকে বিভাগের সবচেয়ে বড় পাইকারি আড়ৎ বড়বাজার। আরেকদিকে নিউমার্কেটের অবস্থান। মোড়টি আটটি সড়েকের সংযোগস্থল।

খুলনা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা শিববাড়ি মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন।

শহরের গুরুত্বপূর্ণ মোড়টি অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মোড়টির একদিকে খুলনার সোনাডাঙ্গা বাস স্টেশন। অন্যদিকে বিভাগের সবচেয়ে বড় পাইকারি আড়ৎ বড়বাজার। আরেকদিকে নিউমার্কেটের অবস্থান। মোড়টি আটটি সড়েকের সংযোগস্থল।

শিববাড়ি মোড় অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নানা রকমের স্লোগান দিতে থাকেন।

তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত রাস্তা তাদের এই আন্দোলন চলমান থাকবে।

বক্তব্যে তারা বলেন, ‘যতদিন আমাদের দাবি পূরণ হবে না ততদিন সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমরা তার প্রতিবাদ জানাই।’

খুলনার সরকারি বিএল কলেজের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বাপ্পি বলেন, ‘পাকিস্তান আমলে আমাদের পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হতো না। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন ওই বৈষম্যের বিরুদ্ধে।

‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি কখনও কোটা ব্যবহার করে বৈষম্যের আশ্রয় নেই না। আমার বাবা কোনো কোটার জন্য যুদ্ধে অংশ নেননি। তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন এই বাংলা থেকে বৈষম্য দূর করার জন্য। দুঃখের বিষয়, যুদ্ধের ৫৪ বছর পরও আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীর সবুজ বলেন, ‘আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

এ বিভাগের আরো খবর