বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৩ দিনের ছুটি

  • প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়   
  • ৫ জুন, ২০২৪ ১৩:১৫

ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৪ দিন বন্ধ থাকবে। এ জন্য আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সাপ্তাহিক চার দিন ছুটিসহ ২৩ দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

প্রতিষ্ঠানটিতে ২৯ জুন ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার চার দিন আগে ২৫ জুন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বুধবার এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৩ দিন বন্ধ শেষে ২৯ জুন সব বিভাগের ক্লাস-পরীক্ষা চালু হবে এবং ২৫ জুন থেকে সব দপ্তরের কার্যক্রম শুরু হবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ৮ জুন থেকে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং ৮ থেকে ২৪ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ কর্মকর্তা আরও জানান, ২৭ থেকে ২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে।

এদিকে ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৪ দিন বন্ধ থাকবে। এ জন্য আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

ছুটি শেষে আগামী ২৪ জুন সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘১০ জুন সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ২৪ জুন সকাল ১০টায় খুলে দেয়া হবে। আমরা প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’

এ বিভাগের আরো খবর