রোববার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে মারা যান তিনি।
উপকেূলে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগমুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে মারা যান তিনি।
মারা যাওয়া শওকত মোড়ল (৬৫) গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শওকত মোড়লের ভাতিজা নুর মোহাম্মদ বলেন, আমার চাচা নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য জামাকাপড়সহ সস্ত্রীক বের হন। বাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান তিনি।