কুমিল্লা বরুড়ায় ফেরি করে বই ও প্রসাধনী বিক্রেতা মো. আক্তারুজ্জামানকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড ও তার স্বামীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোসা. হাফেজা বেগম তাসমিহা ও শাহীন ভূঁইয়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৯ অক্টোবর রাত ৯টা থেকে ১১ অক্টোবর সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় আসামিরা পরিকল্পিতভাবে মো. আক্তারুজ্জামানকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলে দেন।
এ বিষয়ে ১১ অক্টোবর নিহতের বড় ভাই একই গ্রামের আবুল হাসেমের ছেলে মো. আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোজ্জামেল হক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হাফেজা বেগম ও শাহীন ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।