সুন্দরবনের গহীনে আগুন লেগেছে। শনিবার বিকেলে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষীরা। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বাগরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় গহীন বনে বিকেল ৩টার দিকে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে এবং কত একর বনে আগুন ছড়িয়ে পড়েছে তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানাতে পারেনি বন বিভাগ।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, শনিবার বিকেল ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকায় লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বনরক্ষীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেছে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন ছড়িয়ে পড়েছে তা এখনই বলা যাচ্ছে না। এসব তথ্য নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান ওই বন কর্মকর্তা।