কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে ঝড়ের পর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বন বিভাগ ও স্থানীয়রা মিলে রাস্তা থেকে গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া উদ্যানের বেশ কয়েকটি বড় গাছ শেকড় উপড়ে পড়েছে। এই গাছের ধাক্কায় পাশের অন্য একটি গাছ ভেঙে গিয়ে রাস্তা থেকে ১০-১৫ ফুট উঁচুতে ঝুলে আছে। কিছু অংশ নিচেও এসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাসা শ্রীমঙ্গলে। অফিস করি কমলগঞ্জে। বিকেল ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করলে ঝড় শুরু হয়। সে সময় আমার গাড়ির সামনে বড় দুটি গাছ ভেঙে পড়ে।
‘ঝড়ের পর দু’ঘণ্টা ধরে স্থানীয় ও বন বিভাগের সহযোগিতায় গাছগুলো রাস্তা থেকে সরানোর পর গাড়ি চলাচল শুরু হয়।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বড় গাছ কাটা ও সরানোর জন্য প্রয়োজনীয় উন্নত সরঞ্জাম আমাদের কাছে নেই। অন্য জায়গা থেকে এসব সরঞ্জাম এনে কাজ করতে হয়েছে। এ কারণে সড়ক পরিষ্কারে বেশি সময় লেগেছে।’