বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ৪ এপ্রিল, ২০২৪ ১১:৫৫

সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সজিব বলেন, ‘আমাদের এলাকার তরুণ যুবকরা সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত। সংগঠনের সদস্য স্থানীয় তরুণ-যুবক ও প্রবাসীরা আর্থিক সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রমের আয়োজন করেছে। মোট তিনটি গরু জবাই দেয়া হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবারের মাঝে ১০ টাকা কেজি বিক্রি করা হয়েছে মাংস।’

এক কেজি গরু মাংস বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। নিম্ন আয়ের ও দুস্থ মানুষের জন্য এবার এমন ব্যতিক্রম কার্যক্রমের আয়োজন হয়েছে মুন্সীগঞ্জে।

জেলার সদর উপজেলায় বুধবার শিলই এলাকার স্থানীয় ‘শিলই সরল মানবকল্যাণ সংগঠন’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মাত্র ১০ টাকা কেজিপ্রতি বিক্রি হয়েছে গরুর মাংস। যা সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে।

সরজমিনে দেখা যায়, শিলই ইউনিয়নের মৃধা বাজারে শামিয়ানা টাঙিয়ে বসছে ‘সরল মাংসের দোকান’। নামমাত্র মূল্যে গরুর মাংস কিনতে হাজির হন শত শত দুস্থ মানুষ। সংগঠনের সদস্যরা তাদের কাছ থেকে নিচ্ছে মাত্র ১০ টাকা। হাসি মুখে বাড়ি ফিরছেন সকলে। এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ।

স্থানীয় দিলু ব্যাপারী বলেন, ‘জন্মের পর থেকে বুড়ো হয়ে যাচ্ছি কোথাও শুনলাম না মাত্র ১০ টাকায় গরুর মাংস। এ প্রথম দেখলাম। যারা এই আয়োজন করছো সবাইরে অনেক ধন্যবাদ।’

কাশেম বলেন, ‘বাজারের তো এক কেজি গরুর মাংস ৬০০ থেকে ৭০০ টাকা, এ জন্য অনেকদিন ধরে গরুর মাংস খাইতে পারি না। মাত্র ১০ টাকায় গরুর মাংস দিলো, অনেক আনন্দ লাগতেছে। আমার মতো অনেকে আসছে। যারা গরীব তাদেরই দেয়া হইতাছে। খুব সুন্দর বিষয়।’

পরি বেগম বলেন, ‘গতকালে বাসায় যাইয়া কইয়া আসছে ক্লাবের মানুষ, আজকে আমাকে গরুর মাংস দিব ১০ টাকায়। আমি তো ভাবছিলাম ১০ টাকায় ক্যামনে দিব। এখন আইসা সত্যিই সত্যিই পাইলাম।’

আয়োজক সংগঠন শিলই সরল মানবকল্যাণ সংগঠনের সভাপতি স্বপন ভূইয়া জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে নিম্নের মানুষদের নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। তাদের কাছে মাংস ক্রয়টা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো প্রকার দান কিংবা সহযোগিতা নয়। নিম্ন আয়ের মানুষ যেন মাংস ক্রয় করতে পারে সেই লক্ষ্যে এমন উদ্যোগ।

সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সজিব বলেন, ‘আমাদের এলাকার তরুণ যুবকরা সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত। সংগঠনের সদস্য স্থানীয় তরুণ-যুবক ও প্রবাসীরা আর্থিক সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রমের আয়োজন করেছে। মোট তিনটি গরু জবাই দেয়া হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবারের মাঝে ১০ টাকা কেজি বিক্রি করা হয়েছে মাংস।’

এ বিভাগের আরো খবর