নওগাঁর পত্নীতলার নজিপুর-পাটিচরা ইউনিয়ন ভূমি অফিসের প্রসেস সার্ভার গোলাম কিবরিয়া চৌধুরী টাকা ছাড়া কাজ করেন না, এমন অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজবাংলা।
‘টাকা ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা, অভিযোগ সেবাপ্রার্থীদের’ শিরোনামে ২৫ মার্চের ওই প্রতিবেদনে বলা হয়, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-পাটিচরা ইউনিয়ন ভূমি অফিসের প্রসেস সার্ভার গোলাম কিবরিয়া চৌধুরী জমি খারিজ করে দেয়ার কথা বলে এক সেবাপ্রার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয়ার সময় ছবি ও ভিডিও ধারণ করেন নিউজবাংলার প্রতিবেদক।
শুধু এই একটি অভিযোগই নয়, এ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অঢেল ঘুষ বাণিজ্যের অভিযোগ।
সংবাদ প্রকাশের পর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত গোলাম কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় শনিবার রাতে মোবাইল ফোনে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়া হবে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘জেলা প্রশাসন থেকে তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সিরিয়াসলি নেয়া হয়েছে।’
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন উপজেলা প্রশাসনের মিডিয়া সেলের এক বার্তায় কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেন।
শুধু কারণ দর্শানোর নোটিশ নয়, ভূমি অফিসের ওই প্রসেস সার্ভারকে তার কর্মস্থল নিজ ইউনিয়ন ভূমি অফিস থেকে দ্রুত সরানোর জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান স্থানীয়রা।