বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেট্রো ট্রেন বুধবার থেকে রাতে এক ঘণ্টা বেশি চলবে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ মার্চ, ২০২৪ ১৭:১০

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বুধবার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।’

মেট্রো ট্রেন চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্তের খবর একদিন আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কতটা বেশি সময় ধরে কখন এই ট্রেন চলাচল করবে।

মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, বুধবার থেকে রাত ৯টার পরও মেট্রো ট্রেন চলবে।

রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।’

তিনি জানান, বুধবার ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো ট্রেন এক ঘণ্টা বেশি সময় ধরে চলবে। বর্ধিত সময়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। আর এই সময়টাতে প্রতিদিন ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী চলাচলের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করে। পিক আওয়ারে (সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) ৮ মিনিট পর পর মেট্রো ট্রেন চলাচল করে। আর বেলা ১১টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে মেট্রো ট্রেন চলাচল করে ১২ মিনিট পর পর।

এ বিভাগের আরো খবর