কুমিল্লায় ছাত্রদলের কর্মী ও কলেজছাত্র অর্ণব হত্যা মামলার চার আসামিকে চারটি গুলি ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সদর উপজেলার বিভিন্ন স্থানে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বেলা ১১টার দিকে জানান, গোপন সংবাদে সদর উপজেলার বিভিন্ন স্থানে বুধবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অর্ণব হত্যা মামলার গ্রেপ্তার আসামিরা হলেন মোজাম্মল হোসেন ওরফে জনি, ফয়সাল আহমেদ রিমন, সাইফ আলী রিয়াদ ও মো. শুভ। ওই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
এর আগে ১৫ই মার্চ কুমিল্লা নগরীর শাসনগাছায় লেগুনায় থেকে সড়কের মাঝখানে যাত্রী নামানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণবকে গুলি করে হত্যা করা হয়। নিহত অর্ণব ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন।