বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ‘হুমকিতে’ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
নিরাপত্তার কারণে রোববার সকাল থেকে এ দুটি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
গণপরিবহন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের ভাষ্য, সকালে কেএনএফ সদস্যরা এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। এ কারণে নিরাপত্তার শঙ্কায় রুমা ও থানচির সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রুমায় বম জনগোষ্ঠীর ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে জেলার তিন উপজেলায় যান চলাচল বন্ধের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেয় কেএনএফ।
জানতে চাইলে রুমা থানার ওসি মো. শাহজাহান গণপরিবহন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গণপরিবহন চালু করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বান্দরবান জেলা পরিবহন মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাফর বলেন, ‘আজ সকালে বাসযাত্রীদের টিকিট দিতে গেলে কেএনএফ নেতা-কর্মীরা বাধা দেন। ফলে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দেন।’
এ বিষয়ে কেএনএফের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।