ভোরের আলো ফুটতে শুরু করেছে। পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবস। শহরজুড়ে ফাগুনকে বরণ করতে কতশত আয়োজন। এমন আয়োজনের ভিড়ে মন কেড়ে নিয়েছে পরিচ্ছনতাকর্মীরদের প্রতি এক শিক্ষকের ভালোবাসা।
ওই শিক্ষকের নাম সামিউল আলম জাহেদ। তিনি কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের আর্টের শিক্ষক। গত কয়েক বছর ধরে তিনি ভালোবাসা দিবসে নিম্ন আয়ের মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেন।
তাদের সাথে কুশল বিনিময় করেন। হাতে তুলে দেন রঙিন বেলুন ফুল ও একটি খাম। দিনের শুরুতে শিক্ষক সামিউলের এমন ভালোবাসা পেয়ে আপ্লুত নগর কুমিল্লার পরিচ্ছন্নতাকর্মীরা।
সামিউল একজন ভাস্কর্য শিল্পীও। ২০২১ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে চক দিয়ে ভাস্কর্য বানিয়ে জাতীয় পুরস্কার পান।
পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ভালোবাসা বিনিময়ের বিষয়ে শিক্ষক সামিউল জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও আমার জন্মদিনও। নিজের জন্মদিনটি সমাজের বিশেষ মানুষদের সাথে উদযাপন করেছি। তাদের হাতে রঙিন বেলুন ফুল ও কিছু নগদ টাকা দিয়েছি। এ মানুষগুলো আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখে। আমাদের উচিৎ তাদের সাথে ভালোবাসা বিনিময় করা। আমি সে কাজটাই করেছি।
এ বছরও তিনি বসন্তের বার্তা দিয়ে চিঠি এবং চিঠিতে ২০০ টাকা করে প্রায় ১৫ জন পরিচ্ছন্নতকর্মীকে শুভেচ্ছা দিয়েছেন।