কুমিল্লা সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্ব পাড়ার কমলাপুর সড়কের পশ্চিম পাশে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এক মাদ্রাসা-মসজিদের নামে পরিচালিত কথিত রাজারবাগী অনুসারীদের কুফর ও শিরকি আকীদাভিত্তিক আস্তানা বন্ধের দাবিতে এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধনুয়াখলা বাজারে সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, এলাকাবাসীর ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজারবাগী মতাদর্শে পরিচালিত এই ভণ্ড আস্তানা ইসলাম ধর্মের মৌলিক আকীদার পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো জানান, কুরআন ও সহীহ হাদীসভিত্তিক ইসলামি শিক্ষা ও চর্চার পরিবর্তে বিভ্রান্তিকর ও ভ্রান্ত আকীদা প্রচার করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এই চক্র। এতে নতুন প্রজন্মের ধর্ম থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্রতিবাদ সভায় তাওহীদি জনতার পক্ষে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং এই ভ্রান্তপথগামী গোষ্ঠীর কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মুফতি শামসুল ইসলাম জিলানীর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কুমিল্লা
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি, কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।