বরগুনার পাথরঘাটায় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন এক হাজার নারী-পুরুষ ও শিশু।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাথরঘাটা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেককে ডাক্তার দেখানোর পাশাপাশি বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
চিকিৎসা নিতে আসা সুভাষচন্দ্র, হাসিনা বেগম, ফয়সাল খন্দকার ও শরিফা রাবেয়া বেগম বলেন, গ্রামের অসহায় মানুষ বড় শহরে গিয়ে চোখের ডাক্তার দেখাতে পারেন না। এ ধরনের উদ্যোগের কারণে তারা ঘরে বসেই চিকিৎসাসেবা পাচ্ছেন। তারা বলেন, “প্রতিমাসে যদি এমন আয়োজন হতো, তবে গ্রামের অসংখ্য মানুষ উপকৃত হতো।
নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সদস্য যুবরাজ বলেন, আমরা এক হাজার মানুষকে ফ্রিতে চক্ষু চিকিৎসা ও ওষুধ দিয়েছি। খুব শিগগিরই আরও ২-৩ শত মানুষকে চিকিৎসা দেওয়ার ব্যবস্হা করা হচ্ছে।
আগামীতে সমগ্র জেলা জুড়ে এ ধরনের ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে। যারা সামর্থ্যের অভাবে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনতে পারেন না, তাদের পাশে সবসময় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন থাকবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া এই অঞ্চলের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি উদ্যোগ গ্রহন করার জন্য। আমরা আশা করছি আগামী দিনেও মানবতার সেবায় নিয়োজিত নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন এই জনপদের মানুষের পাশে থাকবে।
বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেয়ে রোগীরা নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।