মাদারীপুরের রাজৈরে স্কুলের ক্লাস নেয়াকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে একই স্কুলের এক শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বাড়ৈ ও সহকারী শিক্ষিকা লক্ষ্মী রানি বিশ্বার বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস শিক্ষক গৌতম চন্দ্রকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে স্কুলে যান রাজৈর উপজেলার ৪২ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস। স্কুলে গিয়েই তিনি বাসায় চলে যান। পরে ১১টার দিকে আবার স্কুলে যান। ওই সময় ক্লাস না বাদ দিয়ে বাসায় চলে যাওয়া নিয়ে ওই শিক্ষিকার সঙ্গে তর্কবিতর্ক হয় গৌতমের। একপর্যায়ে গৌতম চেয়ার দিয়ে পিটিয়ে শিক্ষিকাকে আহত করেন।
পরে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে গৌতম চন্দ্র দাস বলেন, ‘তিনি (শিক্ষিকা) আমাকে আগে আঘাত করে, পরে আমি তাকে মারধর করি।’
ওই সহকারী শিক্ষিকা বলেন, ‘আমাকে গৌতম চন্দ্র দাস চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।’
রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস জানান, ‘শিক্ষিকাকে মারধরের ঘটনা শুনে এবং ঘটনার সত্যতা পেয়ে আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে কথা বলে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছি।’