ঝিনাইদহের শৈলকুপায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
উপজেলার মোদনপুর নামক স্থানে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৫৫ বছর বয়সী খাইরুল ইসলাম উপজেলার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার উদেমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে।
স্থানীয় সংবাদকর্মী সম্রাট হোসেন জানান, সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় রাস্তায় মোদনপুর জায়গায় পৌঁছানোর পরে তার মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খাইরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’