“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে "আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ) বেলা ১১টায় নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নান্দাইল, ময়মনসিংহ। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এরিয়া অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা সাথী, সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম, প্রফেসর কামরুল হুদা, বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার মাষ্টার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানউল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নান্দাইল স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপির ম্যানেজার সাগর জন কস্তা এবং অরপনা গাগরা।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে নান্দাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন সময়ে করণীয় বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন। তারা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে দুর্যোগকালে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে আত্মরক্ষা করতে হয়, সে বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বলেন,“দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও প্রস্তুতি। প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি নিজেদের প্রস্তুত রাখে, তবে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।”
অনুষ্ঠানটি সমাপ্ত হয় ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শনের মাধ্যমে, যা উপস্থিত সবাইকে দুর্যোগ মোকাবিলায় বাস্তব ধারণা প্রদান করবে।