দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৮টি নারী আসনের বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৩৩২ জন। এই ফরম বিক্রি থেকে দলটি আয় করেছে ছয় কোটি ৬৬ লাখ টাকা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বুধবার রাতে এ তথ্য জানান।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের লক্ষ্যে মঙ্গলবার ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে। ফলে আওয়ামী লীগ নিজ দলের ও স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।
প্রথম দিনে সোমবার শাসক দল আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে ৮১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিনে সংগ্রহ করেন ৫২২ জন।
প্রথম দিনে বিভাগওয়ারি ঢাকা থেকে ২৭৫, ময়মনসিংহ থেকে ৬২, চট্টগ্রাম থেকে ১৪৯, সিলেট থেকে ২৬, বরিশাল থেকে ৫৬, খুলনা থেকে ৭৭, রংপুর থেকে ৭৫ এবং রাজশাহী থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
একইভাবে দ্বিতীয় দিনে ঢাকায় ১৬৭, ময়মনসিংহে ৪৭, চট্টগ্রামে ৭৮, সিলেটে ২২, বরিশালে ৩৬, খুলনায় ৬৮, রংপুরে ৬০ ও রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।