রাজধানীর মতিঝিলের ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনে মোবাইল ফোনে কথা বলার সময় সাত তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৫ বছর বয়সী মোহাম্মদ আশিকুর রহমান।
আশিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ফকিরাপুল জামে মসজিদের খাদেম মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘আশিকুর রহমান মসজিদের নির্মাণশ্রমিক ছিলেন। রোববার রাতে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। পরে আমরা শব্দ পেয়ে সাত তলা ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোববার রাত পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।