নেত্রকোণায় নদী খনন করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে শুক্রবার সন্ধ্যার পর থেকে ভোগান্তিতে পড়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক।
নেত্রকোণার তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রকৌশলী সুমঙ্গল গোলজার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের আওতায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন চর মইলাকান্দায় সোয়াই নদীতে খনন কাজ চলছিল। শুক্রবার বিকেল পাঁচটার দিকে খননযন্ত্রের আঘাতে তিতাস গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরেই জেলায় গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
জেলা শহরের নিখিলনাথ সড়কের গৃহিণী সীমা রানী সরকার বলেন, ‘শনিবার সন্ধ্যায় রাতের খাবার রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই। প্রথমে কারণ বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের মাইকিং শুনি। পরে পরিবারের সবার জন্য হোটেল থেকে পরোটা-সবজি আনাই।’
নাগড়ার বাসিন্দা তমালিকা বেগম বলেন, ‘বাসায় গ্যাসের চুলা ব্যতীত রান্নার আর কোনো ব্যবস্থা ছিল না। রাতে মুড়ি খেয়ে থেকেছি। শনিবার সকালে এক আত্মীয়ের বাসায় এসে সিলিন্ডার গ্যাসে রান্না করেছি।’
থানার মোড়ের বাংলা বিরিয়ানি হাউজের মালিক রতন দাস বলেন, ‘শুক্রবার রাত নয়টার মধ্যে হোটেলের সব খাবার শেষ হয়ে যায়। গ্যাস না থাকায় পরে আর রান্না করাতে পারিনি। কিন্তু অন্যান্য দিন রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখতাম।’
নেত্রকোণার তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রকৌশলী সুমঙ্গল গোলজার বলেন, ‘জেলায় তিতাস গ্যাসের প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক রয়েছেন। তাদের প্রত্যেকের সরবরাহ বন্ধ রয়েছে। লাইনটি কাটা পড়ার পরপরই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। ঢাকা থেকেও কিছু যন্ত্রপাতি আনতে হয়েছে। আশা করি আজকের (শনিবার) মধ্যেই সরবরাহ চালু করা সম্ভব হবে।’