রাজশাহীর চারঘাটে রেললাইনের কিছু অংশ ভেঙে যাওয়ার ঘটনায় স্থানীয়রা লাল পতাকা দেখিয়ে ট্রেন থামিয়ে দেয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।
চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ঠিকভাবেই আড়ানী স্টেশন ত্যাগ করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার পর রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় এলাকাবাসী লাল কাপড় দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেয়।
‘রেল লাইন ভাঙা দেখে স্থানীয়রা সেখানে লাল পতাকা দেখায়। এর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।’
মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘শীতের কারণে লাইন ভেঙে যায়। ঘটনার পরই দ্রুত এটি ঠিক করা হয়েছে।’
এ ঘটনায় প্রায় ৫০ মিনিট রেল যোগাযোগ বন্ধ ছিল।