চট্টগ্রাম ও ঢাকায় গ্যাস সরবরাহে দুই-একদিনের মধ্যে আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার সাংবাদিকদের এ আশার কথা জানান তিনি।
কারিগরি ত্রুটিতে বৃহস্পতিবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রামে। শুক্রবার রাত থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হলেও বাসাবাড়িতে চুলায় চাপ স্বাভাবিক হয় রোববার সকালে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই দিন যাবত গ্যাসে কিছুটা সমস্যা হচ্ছিল। শুক্রবার এবং শনিবারে মারাত্মকভাবে একটা সমস্যা হয়েছিল, চিটাগং বিশেষ করে এবং পরবর্তীকালে ঢাকায় এটা সমস্যা দেখা গিয়েছিল। আমাদের দুইটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট)।
‘তার মধ্যে একটি এফএসআরইউর কাজ আমরা করতে, ডকিং করার জন্য বিদেশি পাঠিয়েছিলাম। তারা এসে কাজ শুরু করার সময় কিছু সমস্যা দেখা গেছে এবং আমাদের সেকেন্ড এফএসআরইউরও কিছু সমস্যা দেখা গিয়েছিল।’
তিনি বলেন, ‘আপাতত আজকের দিনে আমাদের দুটিই এখন চালু আছে, তবে দুটির মধ্যে একটি আবার চলে যাবে ডকিংয়ে, বাট যেটা আপনার বাইরে থেকে আসছে, সে এফএসআরইউটাতে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়ে গেছে।
‘সো আমরা আশাবাদী চিটাগাংয়ের যে গ্যাস শর্টেজ এবং ঢাকায় যে গ্যাস শর্টেজ, আগামী এক-দুই দিনের মধ্যে আরও ভালো অবস্থায়, পরিস্থিতিতে যাবে। এটা হলো একটা সুখবর।’
শীতকালে গ্যাসের সংকট থাকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের এমনিতেও শীতের সময় কিছুটা সমস্যা দেখা দেয়। বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্নার জন্য। ‘আমরা মনে করি যে এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা কিন্তু ইতোমধ্যে এলপিজিকেও ইন্ট্রোডিউস করছি।’