বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে সই করে দুধ দিয়ে গোসল

  • প্রতিনিধি, বাগেরহাট    
  • ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫৩

আখতারুল বলেন, ‘সে এর আগেও আমাকে চারবার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। তখন আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনো দিন সেই কাগজে স্বাক্ষর করি নাই, কিন্তু এবার সে আমাকে পঞ্চমবারের মতো ডিভোর্সের কাগজ দেয়। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক।’

বাগেরহাটের রামপালে পঞ্চমবারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আখতারুল ঢালী নামের এক ব্যক্তি।

আখতারুল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা।

আখতারুলের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় আখতারুলের। আখতারুল ও ওমেনুরের এক মেয়ে ও এক ছেলে আছে। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হতে থাকে।

আখতারুল জানান, বৃহস্পতিবার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে শুক্রবার নিজেকে ‘পবিত্র’ করতে নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আখতারুল।

তিনি বলেন, ‘আমি কষ্টের সঙ্গেও আনন্দিত। আমি ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সঙ্গে সংসারে নানান বিষয় নিয়ে ঝামেলায় আছি। সে নিজে আমার সংসার ছেড়ে চলে যায়।

‘সে এর আগেও আমাকে চারবার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। তখন আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনো দিন সেই কাগজে স্বাক্ষর করি নাই, কিন্তু এবার সে আমাকে পঞ্চমবারের মতো ডিভোর্সের কাগজ দেয়। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক।’

এ বিভাগের আরো খবর