বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি

  • প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়   
  • ২১ ডিসেম্বর, ২০২৩ ১২:০৩

বন্ধের সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে এবং ১ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে, তবে বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ, যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে।’

বন্ধের সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ছুটি চলাকালেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোহ। এ ছাড়াও প্রভোস্ট কাউন্সিলের ১২৬তম জরুরি সভায় শীতকালীন অবকাশের সময় প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত দুজন এবং দিনে অন্তত একজন নিরাপত্তা প্রহরী প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান।

এ বিভাগের আরো খবর