প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ছেলে সাদ এরশাদ ও রাজনৈতিক সচিব গোলাম মসীহ্কে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে রওশন জানান, জাতীয় পার্টির নেতাদের তিনি সমর্থন করেন না।
তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে? জাতীয় পার্টির চেয়ারম্যান (জিএম কাদের) আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওর কথা তার মনে নাই।’
রওশন আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাতে চাননি তিনি।
এমন বাস্তবতায় চুন্নু বলেন, ‘উনি (রওশন এরশাদ) কী বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটা উনার বিষয়। আর মাননীয় প্রধানমন্ত্রী কী বললেন, এটা তাদের বিষয়। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই; আমাদের কোনো মন্তব্য নাই।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘আসন ভাগাভাগি ও জোটের বিষয়ে তো আমাদের কোনো কার্যক্রম নাই। আমরা তো জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আমাদের নিজের মতো করে নমিনেশন দিয়েছি এবং নিজের মতো করে নির্বাচনে যাচ্ছি।’
অপর এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘যেহেতু আমাদের দল আছে এবং চেয়ারম্যান আছে, আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন বলেন, যাই বলেন, সবটাই আমরা দলীয় সাংগঠনিক কাঠামোর নিয়ম অনুযায়ী সভা-সমাবেশ করে, মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি।’