ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী দুই বছরের জন্য তাকে মনোনীত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত শনিবারের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন- ২০১০)-এর ১৯ (১) (চ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়াও ১৯ (১) (ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার এবং ১৯ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমানকে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে নতুন সিন্ডিকেট সদস্য ও ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।’