দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন ফিরে পেতে বুধবার দ্বিতীয় দিনে ১৪১ জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত অস্থায়ী ১০টি আপিল বুথে এদিন ১৪১টি আবেদন জমা পড়েছে বলে সাংবাদিদের জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।
তিনি আরও জানান, আপিলের জন্য কমিশন নির্ধারিত তারিখের প্রথম দিনে মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ৪২ জন। এ নিয়ে দুদিনে মোট ১৮৩ জন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা অঞ্চলে ২৩, কুমিল্লা অঞ্চলে ১৬, চট্টগ্রাম অঞ্চলে নয়, ফরিদপুর অঞ্চলে ছয়, সিলেট অঞ্চলে চার, ময়মনসিংহ অঞ্চলে ১৯, বরিশাল অঞ্চলে ছয়, খুলনা অঞ্চলে ১৮, রাজশাহী অঞ্চলে ২৬ ও রংপুর অঞ্চলে ১৪ জন আপিল করেছেন।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অস্থায়ী বুথে প্রার্থীদের আপিল আবেদন জমা নেয়া হয়। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই আপিল আবেদন জমা দেয়া যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনের অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন।