বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইছামতির নাব্য ফেরাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় পাবনাবাসী

  • প্রতিনিধি, পাবনা   
  • ১৮ নভেম্বর, ২০২৩ ১৮:৩৯

বিগত সময়ে ইছামতি নদী খনন, সীমানা নির্ধারণ ও উচ্ছেদ কার্যক্রমসহ ছোট ছোট যেসব কাজ হয়েছে সেসবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে এবার সঠিকভাবে প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন’।

পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন’-এর ব্যানারে এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

পাবনার সচেতন মানুষ দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ইছামতি নদী খননসহ দখলমুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাষ্ট্রপতির অনুরোধে ঐতিহ্যবাহী ইছামিত নদী পুনরুজ্জীবিতকরণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।

বিগত সময়ে নদী খনন, সীমানা নির্ধারণ ও উচ্ছেদ কার্যক্রমসহ ছোট ছোট যেসব কাজ হয়েছে সেসবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্য এবার সঠিকভাবে প্রকল্পটি সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

এ বিভাগের আরো খবর