ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন পথে বিস্ফোরক বহনকারী আছে এমন তথ্য পেয়েছে পুলিশ।
ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, ‘আমরা একটা মেসেজ পেয়েছি তা হলো ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের উপরে বিস্ফোরক সদৃশ বস্তু আছে। এই তথ্য পাওয়ার পর পরই সত্যতা যাচাই-বাছাই করতে সদর ও ফতুল্লা থানার পুলিশকে সেখানে পাঠানো হয়। পাশাপাশি রেলওয়ে স্টেশন ও রেললাইনের বিভিন্ন এলাকায় অবস্থান করে পুলিশ, তবে এখন পর্যন্ত কোনো কিছুই মেলেনি। তাই এ বিষয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রেলপথে কেউ যেন ঢাকায় বিস্ফোরক নিয়ে প্রবেশ বা নাশকতা ঘটাতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনও কোনো কিছু শনাক্ত করা যায়নি।’
চেকপোস্ট বসিয়ে তল্লাশির বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন, ‘এটি আমাদের নিয়মিত কাজের একটা অংশ, তবে এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল ১০টার পর নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোনো ট্রেন যায়নি। দুপুর ২টা ১৮ মিনিটে সব শেষ ট্রেন ছেড়ে গেছে। এই সময় পুলিশ ট্রেনের যাত্রী ও স্টেশনে অবস্থান করা ব্যক্তিদের সন্দেহ হলে তল্লাশি করেছে।’