ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় দুই সপ্তাহ ধরে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, স্কুলের মতো বেসামরিক স্থাপনা। এমনকি ধর্মীয় পবিত্র স্থান মসজিদ, গির্জাতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরার বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলি হামলায় চার হাজার ১৩৭ জন নিহত হয়, যাদের মধ্যে এক হাজার ৬৬১ শিশু রয়েছে।
আল-কুদরা জানান, ইসরায়েলি হামলায় আহত হয় ১৩ হাজার ২৬০ ফিলিস্তিনি।
তিনি বলেন, বাসাবাড়ির মেঝে, ভূমি ও হাসপাতালের বারান্দায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।