ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার বিকেলে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতিও দেইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় হয়তো কিছুটা অসুবিধা হতে পারে। তবে যুদ্ধের প্রভাব আমাদের দেশে পড়বে না।’
তিনি বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।’
এরপর সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।’
টানা দুই মেয়াদে নগরের উন্নয়ন ও নাগরিক সেবাদানের সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মেয়র আরিফ এ নাগরিক সংবর্ধনায় বলেন, ‘ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে নির্মোহভাবে কাজ করা চেষ্টা করেছি। গত দশ বছরে সিলেটকে একটি জনবান্ধব নগর প্রতিষ্ঠায় যেটুকু অর্জন হয়েছে, আমি তার সবটুকু নগরবাসীকে উৎসর্গ করছি।’
তিনি আরও বলেন, ‘মেয়র না থাকলেও সিলেটের উন্নয়নে সবসময় সক্রিয় থাকব।’
নগরের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী পরিষদকেও প্রয়োজনে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শান্তনু দত্ত সন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১ কান্সিলর মোহাম্মদ তৌফিক বকস।