টানা পাঁচ বছর ধরে নিজ এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরমান মোল্লা ২২ নামে এক যুবক। কিন্তু প্রেমিক বেকার, তাই সম্পর্কের ইতি টেনে তাকে ছেড়ে চলে যায় মেয়েটি।
এমন বিচ্ছেদ মেনে নিতে পারেনি সুরমান। আত্মহত্যা করতে চেয়েছিলেন, তাতেও সফল হননি। পরে বন্ধুদের পরামর্শে প্রেমিকার শোক কাটাতে গ্রামবাসীকে সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন ওই তিনি।
গোসল শেষে গ্রামবাসীদের মিষ্টি খাওয়ান সুরমান। এসময় বন্ধুরা তার গলায় ফুলের মালা দিয়ে আবার তাকে বরণ করে নেন।
অভূতপূর্ব এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে; উপজেলার টেংরাখোলা গ্রামে।
সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
সুরমান বলেন, ‘আমার সঙ্গে ওই মেয়ের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সবকিছু জানত সে। আমাকে বলত- তোমার কিছু থাকা লাগবে না। কিন্তু আমি বেকার- এই অজুহাত দেখিয়ে কয়েকদিন আগে সে সম্পর্ক ভেঙে দেয়। বিষয়টি আমি শুরুতে মেনে নিতে পারি নাই। ভাবছিলাম আত্মহত্যা করব। কিন্তু বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে আজ আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি।’
তিনি আরও বলেন, ‘প্রেম করে আমার ভালো শিক্ষা হয়েছে। জীবনে আর কোনো দিন প্রেম করব না।’