বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোল বন্দরে ফের ককটেল

  • প্রতিনিধি, বেনাপোল (যশোর)   
  • ৮ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৩৭

গত তিন দিনে বেনাপোল বন্দর এলাকা থেকে মোট ৬৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত দুদিন আগে বাদল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

যশোরের বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ফের ২৫টি ককটেল উদ্ধার করেছেন যশোর র‍্যাব-৬-এর সদস্যরা। এ নিয়ে গত তিন দিনে মোট ৬৬টি ককটেল উদ্ধার করলেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

শুক্রবার সন্ধ্যার দিকে পরিত্যক্ত অবস্থায় ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত একটি বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করেন যশোর র‍্যাবের সদস্যরা। তার পরেরদিন ৩ সেপ্টেম্বর বন্দরের আরও এক জায়গা থেকে ২৩টি ককটেল উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সদস্যরা বন্দর এলাকার কেমিক্যাল শেডের পেছনে অভিযান চালিয়ে শেডের পেছনের বাগান থেকে কয়েকটি প্যাকেটের ভেতর থেকে ২৫টি ককটেল বোমা উদ্ধার করেছে।’

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘ককটেলগুলো পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। বোমাগুলো কারা রেখেছে তা তদন্ত করা দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শান্ত বন্দরকে অশান্ত করতে একটি পক্ষ বোমাগুলো বন্দর এলাকায় জমা করছে বলে ধারনা করা হচ্ছে। গত তিন দিনে বেনাপোল বন্দর এলাকা থেকে মোট ৬৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত দুদিন আগে বাদল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর