বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকা বা ক্ষমতার জন্য বিক্রি হতে পারব না: জিএম কাদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ আগস্ট, ২০২৩ ২৩:২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি আগেও বলেছি... ভারত শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চায়। তারা নির্বাচনের আগে ও পরে কোনো সহিংসতা চায় না। কে ক্ষমতায় আসবে বা নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই।’

‘টাকা বা ক্ষমতার জন্য নিজেকে বিক্রি করতে পারব না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘আমি দল, দেশ ও জাতির কথা চিন্তা করি।’

বুধবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন এ কথা বলেন। দলের ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, সংসদ সদস্য ও জাপা চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘ইউটিউবে কেউ পোস্ট করেছে যে আমি বিক্রি হয়ে গেছি। এটি আমাকে কষ্ট দিয়েছে। আমার কর্মজীবনে, নীতিগত কারণে আমার অনেক পাওনা গ্রহণ করিনি। আমার জন্য বরাদ্দের প্রয়োজনীয় অংশটুকুই নিয়েছি। যখন আমার পরিবার আমার সঙ্গে সফরে গেছে তখন ব্যক্তিগত ভিত্তিতে তাদের বিল পরিশোধ করেছি।’

তিনি বলেন, ‘আমি একবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলাম, অন্যবার মন্ত্রিত্ব নেইনি। টাকা বা ক্ষমতার জন্য নিজেকে বিক্রি করতে পারব না। আমি ২৫ বছর ধরে কাজ করেছি এবং গত ১০ বছর ধরে গুরুত্বপূর্ণ কাজ করেছি।

‘গত দুই বছরে দেশের পুরো পেট্রোলিয়াম পণ্য কিনতাম। অবৈধ অর্থ উপার্জনের সুযোগ ছিল। কিন্তু আমি কখনোই তা করিনি। ২৮ বছরের রাজনৈতিক জীবনে ২০ বছর এমপি ছিলাম এবং পাঁচ বছর দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছি।’

জিএম কাদের বলেন, ‘আমি আগেও বলেছি... ভারত শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চায়। তারা নির্বাচনের আগে ও পরে কোনো সহিংসতা চায় না। কে ক্ষমতায় আসবে বা নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই।’

তিনি বলেন, বাংলাদেশে ভারতের বিনিয়োগ বা স্বার্থ-সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। তাই তারা কখনোই বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ চায়নি। আসলে জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’

এ বিভাগের আরো খবর